ডাম্বুলার ব্যাটিংবান্ধব উইকেটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুটা হয়েছিল বাংলাদেশের জন্য হতাশাজনক। মাত্র ৭ রানেই হারায় দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিমের উইকেট। তবে অধিনায়ক লিটন দাস ও শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে সেই শুরুর বিপর্যয় সামাল দিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে টাইগাররা।
রোববার টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আশালাঙ্কা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৭ রান। ইনিংসের প্রথম ২ ওভারেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার। ইমন শূন্য আর তামিম করেন মাত্র ৫ রান। তখন দলীয় সংগ্রহ মাত্র ৭।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে ৫৫ বলে ৬৯ রান যোগ করেন তারা। হৃদয় ২৫ বলে ৩১ রানের কার্যকর ইনিংস খেললেও ইনিংসটা বড় করতে পারেননি। হৃদয়ের বিদায়ের পরপরই দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজ (১ রান)। ছয়ে নামা শামীম পাটোয়ারী নামতেই শুরু হয় ব্যাটিং ঝড়। লিটনের সঙ্গে মাত্র ৩৯ বলে গড়েন ৭৮ রানের জুটি। দারুণ ব্যাটিংয়ে লিটন তুলে নেন ক্যারিয়ারের ১২তম টি-টোয়েন্টি অর্ধশতক। তিনি ৫০ বলে ১ চার ও ৫ ছক্কায় করেন ৭৬ রান।
১৯তম ওভারের প্রথম বলে আউট হন লিটন। তবে তখন পর্যন্ত দল ভালো অবস্থানে। শেষদিকে শামীম পাটোয়ারীর দ্রুত রান বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ২৭ বলে ৫ চার আর ২ ছক্কায় ৪৮ রান করেন তিনি। এই ম্যাচে বাংলাদেশ যে শুরুতে চাপে ছিল, তা ভুলিয়ে দিয়েছেন লিটন-শামীম। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ১৭৮ রান—ডাম্বুলার ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক টার্গেট। এখন দেখার পালা, বোলাররা কীভাবে লড়াই করেন।
আরও পড়ুন:








