শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১৯:২৯

শেয়ার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ। দাম্বুলায় অনুষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, যেখানে টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কাফলে আগে ব্যাট করতে হবে সফরকারী বাংলাদেশকে। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই তামিম-লিটনদের। কী পরিকল্পনায় এগোবে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা কি পারবে সিরিজ জয় নিশ্চিত করতেউত্তর মিলবে আজ রাতেই।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় রদবদল এনেছে বাংলাদেশ দল। একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, নাঈম শেখ তানজিম সাকিব। তাদের জায়গায় দলে ফিরেছেন জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম।

এই পরিবর্তনগুলোর মাধ্যমে স্পষ্টপ্রথম ম্যাচের ব্যর্থতার পর দল চাইছে নতুন ছন্দে ফিরতে। বিশেষ করে পেস আক্রমণে অভিজ্ঞ মোস্তাফিজ বাঁহাতি শরীফুলের আগমন বোলিং ইউনিটে আনতে পারে ভিন্নমাত্রা। উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকেরের অন্তর্ভুক্তিও ব্যাটিং গভীরতায় বাড়তি শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে।

সবমিলিয়ে, আজকের ম্যাচেঅল অর নাথিংপরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মতো একটি একাদশই সাজিয়েছে টাইগাররা। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী লঙ্কানরা একাদশে কোন পরিবর্তন আনে নি।

বাংলাদেশ একাদশ :

তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস, জাকের আলী, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম

শ্রীলঙ্কা একাদশ :

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কুশল পেরেরা, অভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুণারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।



banner close
banner close