শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫ ১৪:০৯

শেয়ার

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

টেস্ট এবং ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল। দুই দল রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। সিরিজ হার এড়াতে ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস আগের ম্যাচেও (১১ বলে ৬ রান) হতাশা উপহার দিয়েছেন। অথচ তার কাঁধেই এখন টি-টোয়েন্টির অধিনায়কত্ব। এর আগে প্রথম ওয়ানডেতে রান না পাওয়ায় শেষ দুই ম্যাচের একাদশে জায়গা হারান লিটন। তবুও তার ওপর আস্থা রাখছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

লঙ্কানদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ শুরুর আগে অবশ্য পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই ছিল। এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে ছয়টি টি–টোয়েন্টি খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ, বিপরীতে লঙ্কানরাও সমান সংখ্যক জয় পেয়েছে। ফরম্যাটটিতে দুই দল সবমিলিয়ে লড়েছে ১৮ বার। এর মধ্যে বাংলাদেশ ৬ এবং লঙ্কানরা বাকি ১২ ম্যাচ জিতেছে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। তার আগে ম্যাচে বাংলাদেশ দলের একাদশ কেমন হবে তা আলোচনা রয়েছে।

ঘুরে দাঁড়াতে ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনতে পারে মেহেদী হাসান মিরাজের দল। গেলো ম্যাচ না খেলা জাকের আলি ফিরতে পারেন আজকের একাদশে। এ ছাড়া তাসকিন আহমেদের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।



banner close
banner close