শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

মাত্র ৩২ টিকিট বিক্রি, তবু দর্শক ছিল চোখে পড়ার মতো!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ১০:২৫

শেয়ার

মাত্র ৩২ টিকিট বিক্রি, তবু দর্শক ছিল চোখে পড়ার মতো!
ছবি: সংগৃহীত

সম্প্রতি এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছেন আফঈদা খন্দকাররা। মেয়েদের ফুটবলে তাই দর্শক বেড়েছে বহুগুণ।

শুক্রবার কিংস অ্যারেনায় শুরু হয়েছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যথারীতি প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে তারা। দর্শক ছিল চোখে পড়ার মতো।

কিন্তু সবাই টিকিট কেটে আসেননি বলে সূত্রে জানা গেছে। অন্য একটি সূত্রে জানা গেছে, এই ম্যাচে মাত্র ৩২টি টিকিট বিক্রি হয়েছে। তাহলে এত দর্শক মাঠে প্রবেশ করলেন কীভাবে?

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের বলেন, ‘টিকিট কতগুলো বিক্রি হয়েছে আমি এখনো জানি না। আমার বিশ্বাস, যারা এসেছে টিকিট কেটেইএসেছে।’

তিনি আরো বলেন, ‘হয়তো দুপুরে খেলা হওয়ার কারণে আশানুরূপ দর্শক মাঠে আসেননি। সন্ধ্যায় হলে ঠিকই দর্শকরা আসতেন। তাই আমরা বাংলাদেশের ৬টি ম্যাচের ৪টি সন্ধ্যায় দিয়েছি।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আমাদের অন্যরকম পরিকল্পনা রয়েছে।’



banner close
banner close