শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

বাংলাদেশ দলে মেন্ডিসের মতো কাউকে চান টাইগার কোচ মুশতাক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫ ১১:১৩

শেয়ার

বাংলাদেশ দলে মেন্ডিসের মতো কাউকে চান টাইগার কোচ মুশতাক
ছবি: সংগৃহীত

আরেকটি ম্যাচ আরেকটি হার বাংলদেশ দলের। বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা৷ মূলত কুশল মেন্ডিসের ঝোড়ো ব্যাটিংয়ে সহজে ম্যাচ জিতেছে লঙ্কানরা৷

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টাইগার কোচ মুশতাক আহমেদ বলেছেন, ‘কুশলের ব্যাটিংয়ের কোনো জবাব নেই। আমাদের মধ্যে থেকে যারা ফর্মে আছে, ৩০-৪০ রান করে আউট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কাউকে মেন্ডিসের মত করে আমাদের হয়ে কাজটা করে দিতে হবে। আমাদের ব্যাটিংয়ের জন্য এটা জরুরি।

এ ছাড়া লঙ্কানদের প্রাপ্য কৃতিত্ব দিয়েছেন মুশতাক, ‘অবশ্যই প্রথমে কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কান দলকে। তারা দারুণ ইতিবাচক ক্রিকেট, আগ্রাসী ক্রিকেট খেলেছে। আমাদের জন্য হতাশা। আমরা ভালো শুরু করেছি, সেখানেই ম্যাচ শেষ করে দেয়া যেতো, তবে আমরা তা পারিনি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি লাগবে।

বোলারদেরকে নিয়ে মুশতাক বলেন, ‘আমরা বল ভালোই করেছি। ম্যাচ জেতা হয়নি। রিশাদ দারুণ বল করেছে, আমি খুব খুশি তাকে নিয়ে। মিরাজও ভালো করেছে। সাকিব এবং অন্য পেসারও দারুণ করেছে। মাঠে তারা সব উজাড় করে দিয়েছে, লড়াই করেছে। এটা বিশ্বাস করে আমাদের এগিয়ে যেতে হবে।’



banner close
banner close