তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নেমেছে লিটন বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে লিটন বাহিনী।