শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম-সাইফউদ্দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫ ১৯:৫০

আপডেট: ১০ জুলাই, ২০২৫ ১৯:৫২

শেয়ার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম-সাইফউদ্দিন
ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। এবার মাঠে নামছে টি-টোয়েন্টিতে। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ফলে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

মোহাম্মদ সাইফউদ্দিন জাতীয় দলে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের মে মাসে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে। ১৪ মাস পর মাঠে ফিরছেন আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাইম শেখ, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।



banner close
banner close