শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫ ২০:০৩

শেয়ার

শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ
ছবি সংগৃহীত

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর আভাস দেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা।

২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন তানজিদ তামিম। তবে তা ধরে রাখতে পারেননি তিনি। দলীয় ১৯ রানে ১৩ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার।

এরপর ক্রিজে এসেও সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন এই ব্যাটার। তার বিদায়ে শুরুতেই বেশ চাপে পড়েছে বাংলাদেশ।

তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন পারভেজ হোসেন ইমন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।



banner close
banner close