শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

আবারো বাবা হলেন নেইমার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫ ১৮:৪৪

শেয়ার

আবারো বাবা হলেন নেইমার
ছবি: সংগ্রহীত

সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের। লম্বা সময় ধরে লড়াই করছেন চোটের সঙ্গে। চোট কাটিয়ে ফিরলেও আবারো অল্প সময়ের মধ্যেই চোটে পড়ে যাচ্ছেন। তবে এবার মাঠের বাইরে সুখবর পেলেন নেইমার।

গতকাল শনিবার সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের চতুর্থ সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল। মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। এই জুটির প্রথম সন্তান মাভি।

সন্তান আগমনের খবর জানিয়ে নেইমারের বান্ধবী ব্রুনা লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

নেইমারের প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে তার প্রথম সন্তানের জন্ম হয়। ২০১১ সালে এই জুটি জন্ম দেয় পুত্র দাভি লুকার। সেই প্রেমিকার সঙ্গে নেইমারের বিচ্ছেদ্য হলেও ছেলে দাভি এখনো নেইমারের সঙ্গেই থাকে।

এরপর ব্রুনার সঙ্গে সম্পর্ক হয় নেইমারের। তাদের প্রথম সন্তান মাভির জন্মের পর সাময়িক বিচ্ছেদ হয়েছিল ২০২৪ সালে। তখন ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির সঙ্গে জুটি বাঁধেন নেইমার। সেই জুটির কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা-হেলেনা।



banner close
banner close