প্রথমে ব্যাট করে ২৪৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ছোট এই পুঁজিতেই দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে শ্রীলংকাকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ৩৯ রান দিয়ে লংকান ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তানভির। তার ঘূর্ণি জাদুতে রীতিমতো বিধ্বস্ত হন মেন্ডিস-আসালঙ্কারা।
২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই লংকান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর কুশল মেন্ডিস ও নিশান মাদুশকা দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৯ রান। এর মধ্যে মাত্র ২০ বলে ফিফটি তুলে নেন কুশল।
তানভিরের হাতে বল উঠতেই পাল্টে যায় দৃশ্যপট। দলীয় ৭৫ রানে মাদুশকা আউট হওয়ার পরপরই কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিসরা ফিরে যান। এরপর দুনিথ ভেলালাগে ও মহেশ থিকসানাকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন তানভির। ১৭০ রানে শ্রীলংকার পড়ে যায় ৮ উইকেট।
তবে নবম উইকেটে জানিথ লিয়ানাগে ও দুশমন্থ চামিরা ৫৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন। লিয়ানাগে ৮৫ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৭৮ রান করেন। তাকে ৪৮তম ওভারে ফেরান মোস্তাফিজুর রহমান। পরের ওভারে চামিরা (১৩) ফিরতেই জয়ের উল্লাসে ভাসে বাংলাদেশ।
এর আগে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৬৭ রানের চমৎকার ইনিংস খেলেন। এটি তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। তাওহিদ হৃদয় করেন ৬৯ বলে ৫১ রান, তবে রানআউট হয়ে ফেরার পর ক্ষুব্ধভাবে ব্যাট ছুড়ে মারেন।
মাঝে তানজিম হাসান সাকিব ২১ বলে অপরাজিত ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেললেও বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে। শেষ ৮ উইকেট পড়ে যায় মাত্র ৮২ রানের ব্যবধানে।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে এখন টাইব্রেকার ম্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে তানভির ইসলামের অভিষেকস্মরণীয় পারফরম্যান্সে টাইগারদের জয়ের প্রত্যাবর্তন নিশ্চিত হয়েছে।
আরও পড়ুন:








