শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

তানভীরের ৪ উইকেটে ম্যাচে ফিরল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ২১:৪৪

আপডেট: ৫ জুলাই, ২০২৫ ২১:৪৫

শেয়ার

তানভীরের ৪ উইকেটে ম্যাচে ফিরল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে তিনে নেমে সেই ধাক্কা সামাল দেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তিনি। ঝোড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫৬ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। আর মাদুশকা করেন ২৫ বলে ১৭ রান।

তিন উইকেট হারিয়ে দলীয় একশ স্পর্শ করা লঙ্কানরা জয়ের পথেই ছিল। তবে হঠাৎ তাদের ব্যাটিং লাইনআপে ধস নামান বাংলাদেশি স্পিনাররা। ৬ রান করা আসালঙ্কাকে ফিরিয়ে শুরুটা করেন শামীম হোসেন।

এরপর কামিন্দু মেন্ডিসকে ফেরান তানভীর। আর দুনিথ ভেল্লালেগেকে দ্রুত সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান শামীম।

৩২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান। বাকি ১৮ ওভার থেকে জয়ের জন্য তাদের আরো করতে হবে ১১২ রান। হাতে আছে ৪ উইকেট।

এর আগে ৪৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।



banner close
banner close