ওয়ানিন্দু হাসারাঙ্গার প্রথম তিন বলে দুটি ছক্কা মেরে দলকে আড়াইশর কাছে নিয়ে গেলেন তানজিম হাসান। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন মুস্তাফিজুর রহমানকে। সেটিই যেন ভুল হলো তার।
মুস্তাফিজকে এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিলেন হাসারাঙ্গা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে মুস্তাফিজের বিদায় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
২৫ বল বাকি থাকতে ২৪৮ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। ২টি করে চার-ছক্কায় ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তানজিম।
ক্যারিয়ারের প্রথম ফিফটিতে দলের সর্বোচ্চ ৬৭ রান করেন পারভেজ হোসেন। এছাড়া তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ৫১ রান।
শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো নেন ৪ উইকেট। হাসারাঙ্গার শিকার ৩টি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮ (পারভেজ ৬৭, তানজিদ ৭, শান্ত ১৪, হৃদয় ৫১, মিরাজ ৯, শামীম ২২, জাকের ২৪, তানজিম ৩৩*, হাসান ০, তানভির ৪, মুস্তাফিজ ০; আসিথা ৯-০-৩৫-৪, থিকশানা ৭-০-৩২-০, চামিরা ৭-০-৩৭-১, আসালাঙ্কা ৩-০-২৪-১, ওয়েলালাগে ৮-০-৩২-০, হাসারাঙ্গা ৯.৫-১-৬০-৩, কামিন্দু ২-০-১৯-০)
আরও পড়ুন:








