স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে বাংলাদেশের। প্রথম ওয়ানডে ম্যাচে লক্ষ্য আয়ত্তের মধ্যে পেয়েও হতাশ করেছেন ব্যাটসম্যানরা।
ব্যাটিংয়ে নেমে ২৬ বলের মধ্যে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে যে ব্যাটিং ধসের গল্প রচনা করেছেন তারা, তা রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে।
শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা ও বাংলাদেশ আবারো পরস্পরের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফেরার লক্ষ্য মিরাজদের।
অন্যদিকে, এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ ব্যবধানে জয়ের লক্ষ্য থাকবে শ্রীলঙ্কা দলের। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
আরও পড়ুন:








