শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে সব প্রস্তুতি স্থগিত করেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৫ ১৭:০০

শেয়ার

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে সব প্রস্তুতি স্থগিত করেছে বিসিবি
বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সব কিছু মিলিয়ে এখন কার্যত বাতিলের দিকেই এগোচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই থামিয়ে দিয়েছে এই সিরিজ ঘিরে সব ধরনের প্রস্তুতি এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

বিশ্বস্ত সূত্র বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেআগস্টে তাদের পক্ষে বাংলাদেশ সফর করা সম্ভব নয়। মূল কারণদুই দেশের মধ্যে ক্রমশ অবনতিশীল কূটনৈতিক সম্পর্ক। ভারত সরকারও নাকি বিসিসিআইকে দ্বিপাক্ষিক সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

বিসিবি এই সিরিজ ঘিরে ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত দুই বছরের মিডিয়া স্বত্ব বিক্রির পরিকল্পনা করেছিল। কিন্তু হঠাৎ করেই সেই প্রক্রিয়াও থেমে গেছে। জুলাইয়ের শুরুতেই যেখানে টেন্ডার জমা পড়ার কথা ছিল, এখন সেখানে পাকিস্তান সিরিজকে ঘিরেই স্বত্ব বিক্রিতে মনোযোগ দিয়েছে বোর্ড।

এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা এখন বাজার বিশ্লেষণের জন্য সময় নিচ্ছি। তাড়াহুড়ার কোনো দরকার নেই। আলাদাভাবে বিভিন্ন সিরিজের স্বত্বও বিক্রি করা সম্ভব।

ভারতের বিপক্ষে সিরিজ বাতিল হওয়ায় এখন পাকিস্তান সিরিজ নিয়েই মিডিয়া হাউসগুলো আগ্রহ দেখাচ্ছে।

যদিও ভারত সরকার সম্প্রতি পাকিস্তান হকি দলকে এশিয়া কাপে অংশ নিতে ভিসা দিয়েছে, তবুও ধারণা করা হচ্ছেবহুপাক্ষিক টুর্নামেন্টের বাইরে তারা এখন কোনোঅপ্রিয় প্রতিবেশী সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে আগ্রহী নয়। বাংলাদেশের ক্ষেত্রেও সেই নীতিই কার্যকর হয়েছে কি না, তা নিয়েই আলোচনা চলছে ক্রীড়াঙ্গনে।

বিসিসিআই বিসিবি চাইলে যৌথ বিবৃতির মাধ্যমে পরবর্তীতে সিরিজ নিয়ে ব্যাখ্যা দিতে পারে। আপাতত বিসিসিআইফিক্সড টাইমদিতে না পারায় বিসিবি সিরিজ আয়োজন থেকে পিছিয়ে এসেছে।

ভারত না এলেও চলতি হোম সিজনে বাংলাদেশ খেলবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশের পরবর্তী হোম সিরিজ সূচি (২০২৫-২০২৭)

টি-টোয়েন্টি বনাম পাকিস্তান | ১৭২৫ জুলাই ২০২৫

ওয়ানডে, টি-টোয়েন্টি বনাম ভারত | ১৭৩১ আগস্ট ২০২৫ (স্থগিত সম্ভাব্য)

ওয়ানডে, টি-টোয়েন্টি বনাম ওয়েস্ট ইন্ডিজ | ১৫ অক্টোবর নভেম্বর ২০২৫

টেস্ট, টি-টোয়েন্টি বনাম আয়ারল্যান্ড | নভেম্বর ডিসেম্বর ২০২৫

পাকিস্তান সফর | মার্চএপ্রিল ২০২৬

নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সফর | মেজুন ২০২৬

ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট | অক্টোবর ২০২৬ফেব্রুয়ারি ২০২৭

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে | মে ২০২৭

সিরিজটি স্থগিত হলে শুধু ক্রিকেটাররা নয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিসিবিও। কারণ ভারত সিরিজ মানেই বিশাল রাজস্ব। তবে কূটনৈতিক বাস্তবতা মানতেই হচ্ছে ক্রিকেটকেও।



banner close
banner close