দুই ম্যাচের টেস্ট সিরিজে শুরুটা ভালো হলেও, শেষটা হয়েছে দারুণ বিপর্যয় দিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে ১-০ ব্যবধানে সিরিজ হারের পর রঙিন পোশাকে নামছে বাংলাদেশ।
বুধবার থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুপুর ৩টায় প্রথম ম্যাচ শুরু হবে। টেস্টের মতো ওয়ানডেতেও টাইগারদের ওপেনিং জুটি কেমন হবে সেই আলোচনা চলছে।
তানজিদ হাসান তামিমের সঙ্গে নাঈম শেখ নাকি পারভেজ হোসেন ইমনকে দেখা যাবে তা জানতে আর অল্প সময়ের অপেক্ষা। ধারণা করা হচ্ছে তানজিদ তামিম ও ইমনকেই বেছে নেবে দল।
এ ছাড়া লিটন দাসকে দেখা যেতে পারে মিডল অর্ডারে। যেখানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও তার সঙ্গী হবেন।
এ ছাড়া একাদশে রিশাদ হোসেনের জায়গায় সুযোগ পেতে পারেন স্পিনার তানভীর ইসলাম। কারণ অসুস্থতার কারণে মঙ্গলবার অনুশীলনেও ছিলেন না টাইগার স্পিন অলরাউন্ডার। এর বাইরে ওয়ানডে সিরিজ দিয়ে চোট কাটিয়ে ফেরার জোর সম্ভাবনা আছে পেসার তাসকিন আহমেদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ডানহাতি এই অভিজ্ঞ তারকার মাঠে নামা হয়নি। বাংলাদেশও এরপর আর ম্যাচ খেলেনি ওয়ানডে ফরম্যাটে।
এদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৫৭ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশে জিতেছে ১২টিতে। এ ছাড়া লঙ্কানরা জিতেছে ৪৩ ও বাকি ২টি ম্যাচে ফল আসেনি।
আরও পড়ুন:








