শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

জুভেন্তাসকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে রিয়াল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ০৯:৪১

আপডেট: ২ জুলাই, ২০২৫ ০৯:৪২

শেয়ার

জুভেন্তাসকে বিদায় করে কোয়ার্টার-ফাইনালে রিয়াল
ছবি: সংগৃহীত

একেবারে শুরুতেই গোলের খুব সহজ এক সুযোগ হাতছাড়া, যার জন্য পুরোটা সময়ই ধুঁকতে হলো জুভেন্তাসকে। দ্বিতীয়ার্ধে ইতালিয়ান জায়ান্টদের জালে বল জড়িয়ে একেই যথেষ্ট বানিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। গঞ্জালো গার্সিয়ার একমাত্র গোলটি জাবি আলোনসোর দলকে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে দিয়েছে। যেখানে তারা লড়বে বরুসিয়া ডর্টমুন্ড ও মন্টেরির মধ্যকার বিজয়ীদের সঙ্গে।

মঙ্গলবার দিবাগত রাতে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন লস ব্লাঙ্কোসরা ১-০ গোলের জয় পেয়েছে। যদিও ম্যাচজুড়ে উভয়পক্ষই আক্রমণ-পাল্টা আক্রমণে বিপরীত রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিল। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি গোলের সুযোগ তৈরিতে অবশ্য এগিয়ে ছিল রিয়াল। ২২ শট নিয়ে তারা ১১টি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে মাত্র ৬ শটের ২টি লক্ষ্যে ছিল জুভদের।

ম্যাচের সাত মিনিটের মাথায় দারুণ এক সুযোগ তৈরি করেছিলেন জুভেন্তাসের ফরাসি ফরোয়ার্ড কোলো মুয়ানি। সতীর্থ কেনান ইলদিজের থ্রু পাস ধরে দুরন্ত গতিতে ছুটে যান রিয়ালের বক্সে, এরপর অ্যান্টোনিও রুডিগারকে পেছনে ফেলে তিনি আগুয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার মাথার ওপর দিয়ে ফ্লিক করেন। কিন্তু কোলো মুয়ানির সেই ফ্লিকে জোরটা কিছুটা বেশি থাকায় সেটি বারের কিছুটা ওপর দিয়ে চলে যায়।

এরপর একাধিক আক্রমণে জুভেন্তাসকে ব্যস্ত রাখেন অরেলিয়ে চুয়ামেনি ও জ্যুড বেলিংহ্যামরা। চুয়ামেনির শট বাইরে যায় প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে, আর বেলিংহ্যামের শট ঠেকান জুভেন্তাস গোলরক্ষক-ডিফেন্ডার মিলে।

আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর বিরতির আগমুহূর্তে ফেদে ভালভার্দের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক মিশেল ডি গ্রেগরিও। ফলে গোলশূন্য সমতা নিয়ে দুই দল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ইতালিয়ান জায়ান্টদের আরও চেপে ধরে রিয়াল। তবে গোল আসছিল না কিছুতেই। অবশেষে ৫৪ মিনিটে রিয়াল অধ্যায়ের প্রথম অ্যাসিস্টটি করেন লিভারপুল থেকে আসা ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। তার ক্রসে গঞ্জালো গার্সিয়া লাফিয়ে হেড করে এগিয়ে দেন রিয়ালকে।

গোলদাতা ফুটবলারকে তুলে নিয়ে ৬৮ মিনিটে চলমান প্রতিযোগিতায় প্রথমবার নামানো হয় কিলিয়ান এমবাপেকে। অসুস্থতার কারণে তার আগের ম্যাচগুলো খেলা হয়নি। তবে বাকি সময়ে ছন্দে দেখা যায়নি এই ফরাসি তারকাকে।

৭২ মিনিটে আর্দা গুলারের বুলেটগতির শট আটকান জুভ গোলরক্ষক। মিনিট তিনেক পর আবারো তিনি হতাশ করেন চুয়ামেনির শট ব্যর্থ করে দিয়ে। শেষদিকে একটি পেনাল্টির আবেদন করেও সফল হয়নি তুরিনের ওল্ড-লেডিরা। ফলে আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে উল্লাসে মাতে লস ব্লাঙ্কোসরা।



banner close
banner close