শনিবার থেকে শুরু হয়েছে 'বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার' ট্রায়াল। এই ট্রায়ালে অংশ নেওয়ার ফুটবলারদের বেশির ভাগই এসেছেন ইউরোপ-আমেরিকা থেকে। যার কারণে প্রথম দিনে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে কষ্ট হচ্ছিল তাদের। ট্রায়াল শেষে যখন স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন প্রবাসী ফুটবলাররা, তখন তাদের সবার চোখে-মুখে স্পষ্ট ছিল ক্লান্তির ছাপ। শরীর বেয়ে পরছিল ঘাম। তারাও জানিয়েছেন ছিলেন, এখানে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ আবহাওয়া।
প্রথম দিন শেষে পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সদস্য ও মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাসান কানন জানিয়েছেন, ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলারদের ফিটনেসে ঘাটতি ছিল। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা কম হয়নি। তবে গতকাল নিজের সুর বদলালেন কানন। জানিয়েছেন, প্রথম দিনের তুলনায় গতকাল ফুটবলারদের ফিটনেসের উন্নতি দেখছেন তিনি। অর্থাৎ খেলোয়াড়রা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন।
গতকাল দ্বিতীয় দিনের সকালের সেশনের পর কানন জানিয়েছেন, 'আজকে পাসিং অনুশীলন হয়েছে ও ছোট ম্যাচ হয়েছে। আজকের আবহাওয়া ভালো ছিল গতকালের চেয়ে। ফিটনেসে আজ উন্নতি করেছে। প্রথম দিন অনেক ক্লান্ত ছিল। মূল্যায়নের তালিকা বাড়বে। আমার দৃষ্টিতে সবাই ভালো করছে। তারা অনেক আগ্রাসী ধরনের খেলোয়াড়। মানসিকভাবে খুব শক্ত।' সেইসঙ্গে মূল্যায়নের ক্ষেত্রে খেলোয়াড় সংখ্যা বাড়ানোরও ইঙ্গিত দিলেন তিনি।
আজ শেষ হবে তৃতীয় দিনের ট্রায়াল। ট্রায়াল শেষে বিকাল ৪টায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচ। ম্যাচটিতে অংশ নিবেন ট্রয়াল দিতে আসা ফুটলাররা। যদিও বাফুফের তরফ থেকে আগে জানানো হয়েছে, ম্যাচটি দেখার সুযোগ পাবেন ক্লাব প্রতিনিধিরা, খেলোয়াড়দের পরিবার এবং সংবাদকর্মীরা। তবে গতকাল বাফুফে সাধারণ দর্শকদের জন্য দিয়েছে খুশির বার্তা। গতকাল এক বিবৃতিতে ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, ম্যাচ চলাচালীন সময় ক্লাব হাউজের ২ ও ৩ নম্বর গেল উন্মুক্ত থাকবে সাধারণ দর্শকদের জন্য। বিনা মূল্যে ম্যাচটি গ্যালারি বসে উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।
আরও পড়ুন:








