শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সিরিজের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ১৯:৪১

শেয়ার

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সিরিজের সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত

চলতি বছরের জুলাইতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় দল। এই সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা। তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রীর, ভেন্যু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজ খেলতে ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর তিনদিন বিরতি দিয়ে ২০ জুলাই প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। একদিন বিরতি দিয়ে ২২ জুলাই মাঠ গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর ২৪ জুলাই সিরিজের শেষ ম্যাচ খেলবে দুদল। পরদিন ২৫ জুলাই ঢাকা ছাড়বে পাকিস্তান।



banner close
banner close