ছবি: সংগৃহীত
৭১তম ওভারেই শেষ হলো কলম্বো টেস্টের প্রথম দিনের খেলা। মাঝে বৃষ্টির বিরিতির আগে এবং পরে বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। শুরুটা হয়েছিল ১০ বলে শূন্য রানে ফেরা ওপেনার এনামুল হককে দিয়ে। সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা আশা জাগিয়েও ইনিংসটা লম্বা করতে পারেননি। সারা দিনে একটি ফিফটিও পায়নি বাংলাদেশ। বেশির ভাগ ব্যাটসম্যানই নিজেদের উইকেটটা দিয়ে এসেছেন ‘উপহার’ হিসেবে।
কাল বাংলাদেশের হয়ে দিন শুরু করবেন দুই টেল এন্ডার তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। ২৪ বলে ৯ রানে তাইজুল ও ৫ বলে ৫ রানে অপরাজিত আছেন ইবাদত। কাল নিশ্চিতভাবেই দলের সংগ্রহে আরও কিছু রান যোগ করতে চাইবেন তাঁরা।
আরও পড়ুন:








