শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ১০:৫৭

শেয়ার

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লব মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ড্র হওয়া সিরিজের প্রথম টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলি ও ইনজুরিতে পড়া হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও পেসার এবাদত হোসেনের।

জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি মিরাজ। দুই বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এবাদত।

দুটি পরিবর্তন হয়েছে শ্রীলংকার একাদশেও। গল টেস্ট দিয়ে বড় ফরম্যাট থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মিলান রাত্নায়াকের পরিবর্তে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সোনাল দিনুশা ও পেসার বিশ্ব ফার্নান্দ।

শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫ রান।



banner close
banner close