গোলরক্ষক থিবো কর্তোয়ার নৈপুণ্যে ফিফা ক্লাব বিশ্বকাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মেক্সিকান ক্লাব পাচুকাকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এই জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে লস ব্ল্যাঙ্কোসরা।
রোববার (২২ জুন) দিবাগত রাতে নর্থ ক্যারোলাইনার শার্লটে ‘এইচ’-গ্রুপের খেলায় অসুস্থতার কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই পাচুকার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। খেলার ৭ মিনিটে প্রতিপক্ষের এক ফুটবলারকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন রাউল আসেন্সিও। সেই সুযোগে একের পর এক আক্রমণ চালায় পাচুকা। তবে মেক্সিকোর এই ক্লাবটির সামনে বড় বাধা হয়ে দাঁড়ান থিবো কোর্তোয়া। একে একে ১০টি সেভ করে রিয়াল মাদ্রিদের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।
শুরুর চাপ সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে থাকে স্প্যানিশ ক্লাবটি। ৩৫ মিনিটে দারুণ এক গোলে রিয়ালকে লিড এনে দেন জুড বেলিংহ্যাম। ভিনিসিয়ুস জুনিয়রের পাস ধরে বাঁ পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।
আরও পড়ুন:








