শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান খরচের রেকর্ড শ্রীলঙ্কান স্পিনারের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১০:৩২

শেয়ার

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান খরচের রেকর্ড শ্রীলঙ্কান স্পিনারের
ছবি: সংগৃহীত

গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ড্রতে নিষ্পত্তি হয়েছে। এমন ফল অবশ্য আক্ষেপ ঝরিয়েছে টাইগার ক্রিকেটভক্তদের। অনেকের মতে বাংলাদেশ আরেকটু আগে ইনিংস ঘোষণা করলে জয়ের সুযোগও পেতে পারত। যেখানে টাইগারদের ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় লঙ্কানরা ৪ উইকেটে ৭২ রান তুলতেই পঞ্চম দিন শেষ হয়। এই ম্যাচে অভিষিক্ত লঙ্কান স্পিনার থারিন্দু শান্তদের বিপক্ষে সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়েছেন।

এতদিন পর্যন্ত এক টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান খরচ করার রেকর্ড ছিল জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার। তিনি ২০১৪ সালে চট্টগ্রামে ২৩৭ রান দিয়েছিলেন। গতকাল শেষ হওয়া গল টেস্টে তাকে ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কার দুজন। দুই ইনিংস মিলিয়ে থারিন্দু রত্ননায়েকে ৬টি উইকেট শিকার করলেও, খরচ করেছেন ২৯৮ রান। যা বাংলাদেশের বিপক্ষে কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড।

এ তো গেল বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নজির। অভিষিক্ত ক্রিকেটার হিসেবে টেস্টে সর্বোচ্চ রান খরচের তালিকায়ও শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন থারিন্দু রত্ননায়েকে। ২৯ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়েছে গল টেস্ট দিয়ে। ৭৩টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩৭ উইকেট শিকার এই দো-হাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে ছিলেন সবচেয়ে খরুচে। ৪৯ দশমিক ২ ওভারে তিনি দেন ১৯৬ রান। ইকোনমি ছিল ৩ দশমিক ৯৭, যা টেস্টের এক ইনিংসে শ্রীলঙ্কান কোনো বোলারের সর্বোচ্চ। এ ছাড়া দেশটির আর কেউই এক টেস্টে এত রান দেননি।

থারিন্দু অবশ্য হাফ ছেড়ে বেঁচেছেন দুজনের জন্য। যারা এক টেস্টে তার চেয়েও বেশি রান খরচের রেকর্ড নিয়ে শীর্ষে রয়েছে। ২০০৮ সালে নাগপুরে টেস্ট অভিষেকে ভারতের বিপক্ষে ৩৫৮ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার জেসন ক্রেইজা। দুই ইনিংস মিলিয়ে ১২ (যথাক্রমে ৮ ও ৪) উইকেট নিলেও এক টেস্টে সবচেয়ে বেশি রান খরচের বিব্রতকর রেকর্ডটি এখনো তার দখলে। দুইয়ে থাকা পাকিস্তানের জাহিদ মেহমুদ ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়ে দিয়েছেন ৩১৯ রান।

এদিকে, শ্রীলঙ্কার আরেক স্পিনার প্রবাথ জয়াসুরিয়াও রান দেয়ায় রেকর্ড গড়েছেন। জয়াসুরিয়া এই ম্যাচে দিয়েছেন ২৪৬ রান, যা বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সবমিলিয়ে থারিন্দু-জয়সুরিয়া মিলে এক ম্যাচে দিলেন ৫৪৪ রান। এ ছাড়া ঘরের মাঠে ২৪০ রানের বেশি খরচের রেকর্ড গড়লেন থারিন্দু-জয়সুরিয়া উভয়ই।



banner close
banner close