শনিবার

১৩ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ক্লাব বিশ্বকাপ: পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ইন্টার মিলানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১০:২৬

শেয়ার

ক্লাব বিশ্বকাপ: পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় ইন্টার মিলানের
ইন্টার মিলান

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে জয় তুলে নিয়েছে ইন্টার মিলান। জাপানি ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস ২-১ গোলে পরাজিত করেছে ইতালিয়ান ক্লাবটি।

শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ওয়াশিংটনের লুমেন ফিল্ডে মুখোমুখি হয় দুদল।

ম্যাচের শুরুতেই ইন্টার মিলানকে চমকে দেয় উরাওয়া রেড। ১১তম মিনিটে কানেকোর ক্রস থেকে গোলে শট নেন ওয়াটানাবে। প্রতিপক্ষের ডিফেন্ডারের পা ছুঁয়ে বল জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় জাপানি ক্লাবটি। লিড নিয়েই বিরতিতে যায় রেড ডায়মন্ডস।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে ইন্টার। ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি তারা।

তবে, ৭৮তম মিনিটে কর্ণার থেকে উঁড়ে আসা বলে পা ছুঁইয়ে দলকে সমতায় ফেরান লাওতারো মার্টিনেজ। শেষদিকে ইনজুরি টাইমে জটলার মধ্য থেকে গোল আদায় করে ইন্টার মিলানকে ২-১ গোলের জয় এনে দেন কারবনি।

উল্লেখ্য, গ্রুপে এক জয় ও সমান সংখ্যক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইন্টার। অপরদিকে, টানা ২ ম্যাচ হেরে গ্রুপের তলানিতে জাপানি ক্লাবটি।



banner close
banner close