গল টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসের পরিস্থিতি ঠিক অনুরূপ না হলেও, এবারো বড় লিডের গুরুভারটা এই দুজনই কাঁধে নিয়েছিলেন।
তবে দুর্ভাগ্যের রানআউটে ৪৯ রানে ফিরতে হলো মুশফিককে।
অন্যদিকে, টাইগার অধিনায়ক শান্ত টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পথে আছেন। তার অপরাজিত ৮৭ রানে ভর করে বাংলাদেশের লিড এখন ২৪৭ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রায় নিশ্চিত ড্রয়ের পথে থেকে শনিবার পঞ্চম দিনে খেলতে নেমেছে বাংলাদেশ। মুশফিকের আউটের পরপরই শুরু হয়েছে বৃষ্টি। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। এর সঙ্গে যোগ হয়েছে প্রথম ইনিংসে পাওয়া ১০ রানের লিড।
আরও পড়ুন:








