ছবি: সংগৃহীত
গল টেস্টের প্রথম দুই দিনে স্পষ্টতই দাপট ছিল বাংলাদেশের। কিন্তু তৃতীয় দিনটা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।
চতুর্থ দিনের শুরু থেকেই আবারো দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও আধিপত্য বিস্তার করেছে টাইগাররা।
অনেকটাই ড্রয়ের পথে এগোতে থাকা এই ম্যাচের লাগামটা এখনো বাংলাদেশের হাতেই আছে।
চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান। সবমিলিয়ে টাইগারদের লিড এখন ১৮৭ রানের।
নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে থেমেছিল শ্রীলঙ্কা।
আরও পড়ুন:








