ছবি: সংগৃহীত
গলের ব্যাটিং স্বর্গেও প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন সাদমান ইসলাম। তবে দ্বিতীয় ইনিংসে ঠিকই সুযোগ কাজে লাগিয়েছেন এই ওপেনার। ইতোমধ্যেই পেয়েছেন ব্যক্তিগত ফিফটি। এই মাইলফলক স্পর্শ করতে ৭০ বল খেলেছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত গল টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১০৫ রান।
সবমিলিয়ে টাইগারদের লিড এখন ১১৫ রানের। এর আগে প্রথম ইনিংসে ৪৯৫ রান করেছিল সফরকারীরা। আর নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে থেমেছিল শ্রীলঙ্কা।
১০ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের ইনিংসে রানের খাতা খুলতে না পারা ওপেনার এনামুল হক বিজয় এবার ফেরেন ৪ রানে।
আরও পড়ুন:








