মধ্যাহ্ন বিরতির আগে নিশ্চিতভাবেই বাংলাদেশের বিপক্ষে লিড নেয়ার পথে ছিল শ্রীলঙ্কা। ওই মুহূর্তে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৪৬৫ রান। এরপর মাঠে নেমেই খেই হারায় লঙ্কানরা।
৭ দশমিক ২ ওভারে ২০ রান তুলতেই তারা বাকি ৪ উইকেট হারিয়ে অলআউট হয়েছে। যার প্রায় পুরো কৃতিত্ব স্পিনার নাঈম হাসানের। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে তিনি চতুর্থ ফাইফার তুলে নিয়েছেন।
স্বাগতিকদের প্রথম ইনিংস ৪৮৫ রানে থামায় ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। এর আগে নাজমুল হোসেন শান্তর দল জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৯৫ রান করে।
কামিন্দু আউট হয়েছেন সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে। নাঈমের টার্ন ও বাউন্সে ধোঁকা খেয়েছেন তিনি। ফলে ৮৭ রানে থাকাবস্থায় তার ব্যাট ছুঁয়ে বল লিটন দাসের গ্লাভসে জমা পড়ে।
আরও পড়ুন:








