শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ইনিংসের তৃতীয় বলেই ব্রেকথ্রু উপহার দিলেন মেহেদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মে, ২০২৫ ২১:১২

শেয়ার

ইনিংসের তৃতীয় বলেই ব্রেকথ্রু উপহার দিলেন মেহেদি
শেখ মেহেদি হাসান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি বাংলাদেশ। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার সায়েম আইয়ুবকে ফেরান শেখ মেহেদি হাসান। তার বলে তার কাছেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানের ওপেনার।

পরিসংখ্যান

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড খুবই বাজে। উভয় দল অতীতে ১৯ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৩টিতে জয় পায় বাংলাদেশ হেরেছে ১৬ ম্যাচে। তবে সবশেষ সাক্ষাতে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।

পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।



banner close
banner close