শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সাংবাদিকদের খেলার ছবি ফিফায় পাঠাবে বাফুফে: তাবিথ আউয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ২১:০৩

শেয়ার

সাংবাদিকদের খেলার ছবি ফিফায় পাঠাবে বাফুফে: তাবিথ আউয়াল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন, বিএসজেএ প্রতিবারের মতো এই বছরও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে দেশের শীর্ষ স্থানীয় ৩২ মিডিয়া হাউজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। পল্টন আউটার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিন সোমবার জয় পেয়েছে বৈশাখী টিভি, দৈনিক যুগান্তর, নিউজ২৪, প্রথম আলো, এটিন বাংলা, চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন ও দেশ টিভি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন।

তাবিথ আউয়াল বলেন, ‘মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ছবি ফিফায় পাঠাবে বাফুফে।’

বাফুফে সভাপতি ঢাকার বাইরেও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং নারী মিডিয়াকর্মীদেরও ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করার আহবান জানান। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কুলের ব্র্যান্ড ম্যানেজার আবিদ বিন শহীদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন।



banner close
banner close