
ফুটবল উন্নয়নের জন্য আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে লিখিত চুক্তি আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ এবং শামস-উল-হুদা ফুটবল একাডেমির ‘ভাষা সৈনিক মুসা ভবনের’ উদ্বোধনের পর তিনি একথা জানান।
শুক্রবার যশোর সদরের হামিদপুরে একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কারলোস সিসা। তিনি একাডেমিতে ভাষাসৈনিক মুসা মিয়া ভবনের উদ্বোধনের পর ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল, সহসভাপতি নাসের শাহারিয়ার জাহেদী।
তৃণমূল ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহের উদ্বোধনকালে বাফুফে সভাপতি বলেন, ‘আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে লিখিত চুক্তি আছে দুই দেশের ফুটবল উন্নয়নের জন্য। একই সঙ্গে দুই দেশের সমর্থকদের ভালোবাসা রয়েছে। আর্জেন্টিনার রাষ্ট্রদূত নিজেই বাংলাদেশের তৃণমূল পর্যায়ের ফুটবলারদের দেখতে এসেছেন। যা খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করবে।’
তাবিথ আওয়াল বলেন, ‘আমরা চাই, শামস-উল-হুদা ফুটবল একাডেমি যা করছে, তাতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই। আমরা তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই।’
তৃণমূল ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ৬০০ ফুটবলার অংশ নিয়েছে। বাফুফের অন্তর্ভুক্ত ২২২টি একাডেমি। পরে একাডেমি মাঠে ৭ থেকে ১৪ বছর বয়সি ফুটবলাররা একটি ম্যাচে অংশ নেয়।
আরও পড়ুন: