শুক্রবার

২৩ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৬ জিলক্বদ, ১৪৪৬

২ নতুন মুখ নিয়ে পর্তুগালের বিপক্ষে সেমির দল ঘোষণা জার্মানির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৫ ১১:২৩

শেয়ার

২ নতুন মুখ নিয়ে পর্তুগালের বিপক্ষে সেমির দল ঘোষণা জার্মানির
ছবি : এএফপি

উয়েফা ন্যাশনস লিগের সেমি ফাইনালে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে একাদশে পাচ্ছে না জার্মানি। তাদের অনুপস্থিতিতে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন দুই তরুণ খেলোয়াড়—বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া হফেনহাইমের টম বিশোফ এবং স্টুটগার্টের নিক ওল্টেমাডে।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি। লড়াইয়ের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন জার্মান জাতীয় দলের কোচ জুলিয়ান নাগেলসমান।

দলে চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ স্ট্রাইকার নিকলাস ফিলক্রুগ এবং গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান।

তবে উরুর মাংসপেশির চোটে দলের বাইরে আছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলে নেই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্তোনি রুডিগার। এছাড়া কাই হাভার্টজ ইনজুরি থেকে আর্সেনাল দলে ফিরলেও তাকে জার্মান দলের সঙ্গে রাখেননি নাগেলসমান।

আগামী ৪ জুন সেমিফাইনালে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। অন্যদিকে, ৫ জুন আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

জার্মানির স্কোয়াড:

গোলরক্ষক: মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), অলিভার বাউম্যান (হফেনহাইম), আলেকজান্ডার ন্যুবেল (স্টুটগার্ট)

ডিফেন্ডার: রবার্ট আন্দ্রিচ (বায়ার লেভারকুজেন), ভালদেমার আন্তোন (বরুশিয়া ডর্টমুন্ড), ইয়ান অরেল বিসেক (ইন্টার মিলান), ইয়োশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), রবিন কচ (ফ্রাঙ্কফুর্ট), ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেট (স্টুটগার্ট), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), জোনাথন তাহ (বায়ার লেভারকুজেন)

মিডফিল্ডার: কারিম আদেয়েমি (বরুশিয়া ডর্টমুন্ড), নাদিয়েম আমিরি (মেইঞ্জ), টম বিশোফ (হফেনহাইম), সার্জ জিনাব্রি (বায়ার্ন মিউনিখ), লিয়ন গোরেটস্কা (বায়ার্ন মিউনিখ), রবিন গোসেন্স (ফিওরেন্টিনা), পাস্কাল গ্রস (বরুশিয়া ডর্টমুন্ড) ফেলিক্স নমেচা (বরুশিয়া ডর্টমুন্ড), আলেকজান্ডার পাভলোভিচ (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (বায়ার্ন মিউনিখ), অ্যাঞ্জেলো স্টিলার (স্টুটগার্ট), ফ্লোরিয়ান ভির্টজ (বায়ার লেভারকুজেন)

ফরোয়ার্ড: নিকলাস ফিলক্রুগ (ওয়েস্টহ্যাম ইউনাইটেড), ডেনিজ উন্দাভ (স্টুটগার্ট), নিক ওল্টেমাডে (স্টুটগার্ট)

banner close
banner close