শুক্রবার

২৩ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৫ জিলক্বদ, ১৪৪৬

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ মে, ২০২৫ ২২:১১

শেয়ার

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ
ফাইল ছবি

ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ। ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার আজ ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ ম্যাচ।

২০১২ সাল থেকে ১৩ বছরে রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন লুকা মদ্রিচ। রিয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচ খেলে খেলেছেন তিনি।

মদরিচ লিখেছেন, ‘এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু এরপর যা ঘটেছে তা আমি কখনো কল্পনাও করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার ফুটবলজীবন এবং ব্যক্তিজীবন—উভয়ই বদলে দিয়েছে।’

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় একের পর বর্ষসেরার খেতাব জয় করছিলেন, তখন দুজনের বাইরের কেউ হিসেবে ২০১৮ সালে ব্যালন ডি’অর জেতেন মদরিচ।

ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার লিখেছেন, ‘এই কয়েক বছরে আমি অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। যা অসম্ভব মনে হতো, এমন সব প্রত্যাবর্তন, ফাইনাল, উদযাপন, আর বার্নাব্যুতে জাদুকরী সব রাত... আমরা সব কিছু জিতেছি, আর আমি খুবই সুখী ছিলাম। খুব, খুবই সুখী।’

সমর্থকদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে মদ্রিচ লিখেছেন, ‘আমি কখনোই ভুলব না প্রতিটি করতালি, প্রতিটি ভালোবাসার বহিঃপ্রকাশ, যা আপনারা আমাকে দিয়েছেন। আমি বিদায় নিচ্ছি পূর্ণ হৃদয়ে। গর্বে, কৃতজ্ঞতায় এবং ভুলে না যাওয়ার মতো স্মৃতিতে পরিপূর্ণ এক হৃদয় নিয়ে। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি গায়ে মাঠে নামব না, তবুও আমি চিরকাল রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হয়ে থাকব।’

banner close
banner close