তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে হারানোর পর সিরিজেও হারালো আমিরাত।
ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। নিজেদের পারফরম্যান্স নিয়ে খুশি আমিরাত অধিনায়ক প্রতিপক্ষ বাংলাদেশকে কিছুটা দুর্ভাগাও মনে করছেন।
সিরিজের তিন ম্যাচের সবকটিতেই টসে হেরে আগে ব্যাট করতে হয়েছে বাংলাদেশকে। শারজাহর কন্ডিশন বিবেচনায় পরে বল করার ফলে শিশিরের প্রভাব একটু বেশি থাকে। আমিরাতের অধিনায়ক এখানেই দুর্ভাগা ভাবছেন বাংলাদেশকে।
গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াসিম বলেন, ‘দ্বিতীয় ইনিংসে শারজাহ স্টেডিয়ামে বল করা কিছুটা কঠিন হয়ে যায়। তারা বল ভালোই করেছে। ভালো খেলেছে। এখানে শারজাহতে কাজটা সহজ নয়। আমি কখনোই বলতে চাই না বাংলাদেশ খারাপ দল বা খারাপ খেলেছে। তারা টেস্ট খেলুড়ে দেশ। তারা ভালো দল। আমরা সহযোগী দেশ হিসেবে অনেক ভালো খেলেছি। তাদের ভাগ্য কিছুটা খারাপ ছিল সব ম্যাচেই টস হেরেছে, দ্বিতীয় ইনিংসে বল করতে হয়েছে তাদের বোলারদের। কাজটা কঠিন ছিল।’
সিরিজের তিন ম্যাচেই নিজেদের দাপট দেখিয়েছে স্বাগতিক আরব আমিরাত। প্রথম ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচে ঠিকই জয় বের করে নিয়েছে। বাংলাদেশকে সিরিজ হারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তারও বার্তা দিয়ে রাখলো তারা।
আরও পড়ুন:








