শুক্রবার

২৩ মে, ২০২৫
৯ জ্যৈষ্ঠ, ১৪৩২
২৫ জিলক্বদ, ১৪৪৬

রেকর্ড গড়েই আইপিএল শেষ করলেন সূর্যবংশী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ০৯:৩৫

শেয়ার

রেকর্ড গড়েই আইপিএল শেষ করলেন সূর্যবংশী
ছবি: সংগৃহীত

মাত্র ১৪ বছরেই ক্রিকেটের বহু সর্বকনিষ্ঠর রেকর্ড বৈভব সূর্যবংশীর দুই হাতে জড়ো হয়েছিল। মঙ্গলবার ২০২৫ আইপিএল আসরে নিজের শেষ ম্যাচটা খেলতে নেমে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে শেষটা বেশ ভালোভাবেই করেছেন বৈভব।

ম্যাচে ছিলেন ভারতের দুই তরুণ ওপেনার আয়ুশ মাহাত্রে এবং বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ দুই ওপেনারই নিজ নিজ দলের সেরা ব্যাটার। চেন্নাই সুপার কিংসের হয়ে আয়ুশ খেললেন দলীয় সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস। আর তারকাখ্যাতি পেয়ে যাওয়া বৈভব থেমেছেন ফিফটি করে। সঙ্গে ফিরলেন দুই রেকর্ড নিয়ে।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৫৭ রানের ম্যাচ জেতানো ইনিংসই খেলেছেন সূর্যবংশী। ছিল ৪টি করে চার ও ছক্কার মার। আর ওই ৪ ছক্কা তাকে নিয়ে গেছে আইপিএলের আরও এক পরিসংখ্যান তালিকার শীর্ষে। এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে এখন বৈভব সূর্যবংশীর নাম।

আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ২৪ ছক্কা হাঁকিয়েছেন বৈভব সূর্যবংশী। ২০১৭ আসরে ঋষভ পান্তও ২৪টি ছক্কা মেরেছিলেন। পান্ত অবশ্য তখন ১৯ বছর ৭ মাস বয়েসী। সূর্যবংশী মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই তাকে ছুঁয়ে ফেললেন। অবশ্য রেকর্ড আর এককভাবে নিজের করা হচ্ছে না তার। কারণ আইপিএলে রাজস্থানের আর কোনো ম্যাচই বাকি নেই।

এই ফিফটি দিয়ে আরও একটা এলিট লিস্টে উঠে এসেছে বৈভব সূর্যবংশীর নাম। ইতিহাসে মাত্র ৩য় খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ বছর পার হওয়ার আগেই একাধিক ফিফটি করেছেন বৈভব সূর্যবংশী। তার আগে এই কৃতিত্ব ছিল লুইস ব্রুস এবং হাসান ইসাখিলের। লুইস অবশ্য বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে।

banner close
banner close