
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাটিং করতে হবে লিটন দাসের দলকে।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে ভারতে উড়াল দিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। তাই দ্বিতীয় ম্যাচে একাদশে তার জায়গা নিয়েছেন নাহিদ রানা। পেস বিভাগে তানজিম সাকিব, নাহিদদের সঙ্গী হয়েছেন শরিফুল ইসলামও।
এছাড়া প্রথম ম্যাচে দলীয় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করা হাসান মাহমুদও আজ একাদশে নেই। বাড়তি স্পিনার হিসেবে একাদশে ঢুকেছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে ৫৩ বলে সেঞ্চুরি হাঁকানো পারভেজ হোসেন ইমনকেও আজ বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় একাদশে ডাক পড়েছে সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাহিদ রানা।
আরও পড়ুন: