সোমবার

১৯ মে, ২০২৫
৫ জ্যৈষ্ঠ, ১৪৩২
২২ জিলক্বদ, ১৪৪৬

পিএসএল খেলার ছাড়পত্র পেলেন মিরাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৫ ১৫:২৩

শেয়ার

পিএসএল খেলার ছাড়পত্র পেলেন মিরাজ
প্রথমবার বিদেশি লিগের হয়ে খেলতে যাচ্ছেন মিরাজ— সংগৃহীত ছবি

অপেক্ষা ছিল ছাড়পত্রের। মিলে গেছে সেটি। লাহোর কালান্দার্সের হয়ে মেহেদী হাসান মিরাজের খেলার আর বাধা থাকল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে আজ জানিয়েছে, ২২ থেকে ২৫ মে পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন টাইগার অলরাউন্ডার।

বিসিবি জানিয়েছে, টাইগার অলরাউন্ডারকে চারদিনের ছাড়পত্র দিয়েছে বোর্ড। অর্থাৎ ২২-২৫ মে পর্যন্ত খেলার অনুমতি মিলেছে মিরাজের। ছাড়পত্র পাওয়ায় এখন দ্রুত সময়ের মধ্যেই টাইগার অলরাউন্ডার পাকিস্তানের বিমান ধরবেন বলে জানা গেছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিবেচনায় নেই মিরাজ। তাই ছাড়পত্র পেতে খুব বেশি বেগ পেতে হয়নি তাকে। লাহোরের হয়ে পিএসএলে খেলছেন সাকিব আল হাসান। দুদিন আগেই তিনি দলে যোগ দিয়েছেন। এক ম্যাচ খেলেছেন ছিলেন নিষপ্রভ। এই দলের হয়েই খেলে এসেছেন রিশাদ হোসেন। এবার সেই দলের হয়ে পিএসএল মাতাবেন আইসিসির শীর্ষ এই অলরাউন্ডার।

পিএসএলে লাহোরের পরবর্তী ম্যাচ ২২ মে। এলিমেনটরের সেই ম্যাচেই সাকিব ও মিরাজকে একসঙ্গে একই দলে খেলতে দেখা যেতে পারে। এই মুহূর্তে লাহোর ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। তবে তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

banner close
banner close