রবিবার

১৮ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ২১:২৭

শেয়ার

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় সিরিজের প্রথম ম্যাচটি। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। 

এই ম্যাচে একাদশে রাখা হয়নি নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারকে। নেই দুবাই বিমানবন্দরে জটিলতায় আটকে থাকা দুজন রিশাদ হোসেন ও নাহিদ রানা। তবে একাদশে আছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলার সুযোগ পাওয়া মোস্তাফিজুর রহমান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ দশমিক ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

 

banner close
banner close