শনিবার

১৭ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

তিন রাত দুবাই বিমানবন্দরে আটকে থাকার পর ছাড়পত্র পেলেন নাহিদ-রিশাদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ১৫:৪৬

শেয়ার

তিন রাত দুবাই বিমানবন্দরে আটকে থাকার পর ছাড়পত্র পেলেন নাহিদ-রিশাদ
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন রাত আটকে থাকতে হয়েছে বাংলাদেশ জাতীয় দলের দুই উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে। ইমিগ্রেশন সমস্যার কারণে বুধবার দুপুরে পৌঁছানোর পর দলের অন্য সদস্যরা বেরিয়ে গেলেও এই দুই ক্রিকেটারকে ছাড়পত্র না পাওয়ায় শুক্রবার রাত ২টা পর্যন্ত অপেক্ষা করতে হয় বিমানবন্দরে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানায়, মূলত সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ার পর যে জটিল পরিস্থিতির মধ্যে তারা ফিরেছিলেন, সেই প্রেক্ষাপটেই হয়তো এ ইমিগ্রেশন জটিলতা দেখা দিয়েছে।

এর আগে, গত ১০ মে পাকিস্তান থেকে সরাসরি দুবাই হয়ে ঢাকায় ফিরেছিলেন নাহিদ ও রিশাদ। এরপর চার দিন পার হতেই আবারো সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য দলের প্রথম বহরে যোগ দিয়ে তারা ফের দুবাইয়ে পৌছান। তখনই তাদের আটকানোর ঘটনা ঘটে।

বাংলাদেশ হাই কমিশন ও আমিরাত ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে শেষমেশ ছাড়পত্র পেয়েছেন দুই ক্রিকেটার। তবে এই সময়ের মধ্যে দলের অনুশীলনের দুটি দিন মিস করেছেন তারা।

বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাদেশ দলের প্রস্তুতি পর্বে ছিলেন না নাহিদ ও রিশাদ।

এই ঘটনার প্রেক্ষাপটে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

 

 

banner close
banner close