শনিবার

১৭ মে, ২০২৫
৩ জ্যৈষ্ঠ, ১৪৩২
২০ জিলক্বদ, ১৪৪৬

মুরাদ-নাইমের ঘূর্ণিতে কিউইদের ধস, জয়ের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৫ ১৪:৫৬

শেয়ার

মুরাদ-নাইমের ঘূর্ণিতে কিউইদের ধস, জয়ের পথে বাংলাদেশ
ছবি- বিসিবি

সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা মাঠে ইতিহাস গড়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশদল। চারদিনের আনঅফিশিয়াল টেস্টে নিউজিল্যান্ডদলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে সোহানের দল।

শেষ দিনের সকালের সেশনে হাসান মুরাদ নাইম হাসানের ঘূর্ণি জাদুতে মুখ থুবড়ে পড়ে কিউইদের ইনিংস। ম্যাচের চতুর্থ দিন উইকেট হাতে নিয়ে মাঠে নেমেছিল ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু তারা টিকতে পারল মাত্র ১৪ ওভার। এই সময়েই তারা যোগ করল কেবল ৪১ রান। সব মিলিয়ে নিউজিল্যান্ড থেমেছে ২৫৭ রানে।

ফলে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৪৬ রান। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া খালেদ আহমেদ দ্বিতীয় ইনিংসে একটি উইকেট পেলেও মূল কাজটা সেরেছেন দুই স্পিনার। হাসান মুরাদ ৬১ রানে নিয়েছেন উইকেট, আর নাঈম হাসানের শিকার ৪টি।

নিউজিল্যান্ডের হয়ে আগের দিন সেঞ্চুরি করা নিক কেলি থামেন ১২২ রানে। আজ সকালে কিছুটা প্রতিরোধ গড়েন ডিন ফক্সক্রোফট (২১) মিচেল হে (১৮), কিন্তু বাকিরা ছিলেন অসহায়। জিমি কার্টারের আগের দিনের ৫৮ রানের ইনিংস ছাড়া দুই অঙ্কে যেতে পারেননি আর কেউ।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশও শুরুটা ভালোই করেছিল। তবে ইনিংস বড় করতে পারেননি এনামুল হক বিজয়। ক্লার্কসনের বলে মিচেল হে- হাতে ক্যাচ দিয়ে ১৬ রান করে ফিরেন এই ওপেনার। জাকির ফিরেছেন ৫০ রান করে। জয় অমিত হাসান ফিরেছেন রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১১৮ রান উইকেটে। জয়ের জন্য দরকার আরও ১২৮ রান, হাতে উইকেট। উইকেটে আছেন অঙ্কন সোহান।

banner close
banner close