বুধবার

১৪ মে, ২০২৫
৩১ বৈশাখ, ১৪৩২
১৭ জিলক্বদ, ১৪৪৬

আইপিএলে ফিরলেন মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৫ ১৭:০৫

শেয়ার

আইপিএলে ফিরলেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটার দল না পাওয়ায় বাংলাদেশিদের বাদ দিয়েই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগটি চলছিল। তবে আসরের শেষ সময়ে এসে তা পরিবর্তিত হতে যাচ্ছে। স্থগিত থাকা আইপিএল শুরু হবে ১৭ মে, আর এই বাকি অংশের জন্য দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলা এই বোলার এবার খেলবেন দিল্লির হয়ে। দুই বছর পর আবারও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে। আইপিএল ২০২৫-এর বাকি অংশের জন্য তাকে দলে ভিড়িয়েছে দিল্লি, কারণ ব্যক্তিগত কারণে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক।

মুস্তাফিজকে এবার ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি। চলতি মৌসুমের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে ১৭ মে থেকে, তার আগেই চূড়ান্ত হলো এই পরিবর্তন। ২৯ বছর বয়সী মুস্তাফিজ এর আগেও দিল্লির হয়ে খেলেছেন ২০২২ ও ২০২৩ মৌসুমে, যেখানে ১০ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

তবে ২০২৪ সালে তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, যেখানে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট, যার মধ্যে ছিল একটি চার উইকেটের ইনিংস। চেন্নাই শেষ পর্যন্ত তাকে রিটেইন না করায়, গত বছরের নভেম্বরে জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে তিনি অবিক্রিত থেকে যান।

তবু টি-টোয়েন্টি অভিজ্ঞতায় মুস্তাফিজ আজও সমান গুরুত্বপূর্ণ। ২০১৫ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ২৮১ ম্যাচে ৩৫১ উইকেট রয়েছে তার ঝুলিতে। চলতি বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মুস্তাফিজ। ঢাকা ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ছিলেন দলের সর্বোচ্চ উইকেটশিকারি।

দিল্লি ক্যাপিটালস তার এই অভিজ্ঞতাকেই ভরসা হিসেবে দেখছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে ডেথ ওভারে তার কাটার ও স্লোয়ারই হতে পারে দলের অন্যতম অস্ত্র। দুই বছর পর পুরোনো দলে ফিরে আসা মুস্তাফিজের কাছে যেমন এটা আবার নিজেকে প্রমাণের সুযোগ, তেমনি দিল্লির জন্য হতে পারে নতুন উদ্দীপনা।

banner close
banner close