
শেষবার কবে নিজেদের ফান্ড খরচ করে রিয়াল মাদ্রিদ একজন সেন্টার ব্যাক কিনেছিল সেটা নিয়ে রীতিমত আলোচনা চলতে পারে। বায়ার্ন মিউনিখ থেকে ডেভিড আলাবা কিংবা চেলসি থেকে আসা অ্যান্তোনিও রুডিগাররা এসেছিলেন ফ্রি ট্রান্সফারে। একই পরিস্থিতি ছিল কিলিয়ান এমবাপে বা আসন্ন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের সঙ্গে চুক্তির বিষয়েও।
এবারে অবশ্য সেই ধারায় ছেদ পড়তে পারে ডিন হুইজসেনের জন্য। নতুন কোচ জাবি আলোনসো অবশ্য একজন ডিফেন্ডার চাইছেন দলে। আর সেটা হতে পারেন বোর্নমাউথের স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইজসেন। মাত্র ১৯ বছর বয়সেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা হিসেবে। তার বল প্লেয়িং দক্ষতা, ডিফেন্ডিং, উচ্চতা তাকে রিয়াল মাদ্রিদের আগ্রহ করে তুলেছে।
বোর্নমাউথের হয়ে বর্তমান চুক্তিতে তার রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন ইউরো। ডিন হুইজসেন নিজেও রিয়াল মাদ্রিদে যেতে আগ্রহী।
স্প্যানিশ এই তরুণ ডিফেন্ডারের দিকে আগ্রহ আছে আরও বেশ কিছু বড় ক্লাবের। প্রিমিয়ার লিগেরই তিন ক্লাব লিভারপুল, আর্সেনাল এবং চেলসি ৫০ মিলিয়নের রিলিজ ক্লজের বিনিময়ে এই স্প্যানিশ তরুণকে নিজেদের দলে ভেড়াতে আগ্রহী।
কিন্তু, হুইজসেনের আগ্রহ থাকার পরেও তিনি রিয়ালেই যেতে পারছেন কিনা, সেটা নিয়ে আছে প্রশ্ন। রিয়াল মাদ্রিদ এই তরুণের জন্য আগ্রহী হলেও ৫০ মিলিয়নের রিলিজ ক্লজ একেবারেই দিতে রাজি নয়। তাদের প্রস্তাবনা তিন কিস্তিতে রিলিজ ক্লজ পরিশোধ করা হবে বোর্নমাউথকে। আর সেটাই দরজা খুলে দিতে পারে লিভারপুল কিংবা চেলসির জন্য।
দুই ইংলিশ জায়ান্টই একবারেই তার রিলিজ ক্লজ দিয়ে নিজেদের ডেরায় ভেড়াতে চায় হুইজসেনকে। রিয়াল মাদ্রিদ কতটা সময় নিচ্ছে, তার ওপরেই এখন নির্ভর করছে এই দলবদলের ভাগ্য।
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। নিজে গোল করেছেন ৩টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১টি। ৮৪ শতাংশ পাসিং অ্যাকুরিসি এবং প্রায় ৫০ শতাংশ লং বল অ্যাকুরিসি আছে তার। ট্যাকল সফলভাবে করেছেন ৭২ শতাংশের বেশি সময়। এমন একজন ডিফেন্ডারকে লম্বা সময়ের জন্য হাতছাড়া করতে নারাজ রিয়ালসহ ইউরোপের বড় ক্লাবগুলো।
আরও পড়ুন: