
ব্রাজিল ফুটবলে এক ঐতিহাসিক অধ্যায়ের জন্ম হলো আজ। প্রথমবারের মতো বিদেশি কোচ পাচ্ছে ব্রাজিল জাতীয় ফুটবল দল, আর তাও কেউ নন — ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সিবিএফ গর্বের সঙ্গে জানাচ্ছে, কার্লো আনচেলত্তি হতে যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের পরবর্তী প্রধান কোচ। তিনি লা লিগার ২০২৪/২৫ মৌসুম শেষ হওয়ার পর দলের দায়িত্ব গ্রহণ করবেন। আনচেলত্তির অফিসিয়াল যাত্রা শুরু হবে ২০২৫ সালের ২৬ মে থেকে।’
এই সিদ্ধান্তের মাধ্যমে দুই কিংবদন্তির যুগলবন্দি ঘটছে— পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং চ্যাম্পিয়ন্স লিগজয়ী কোচ আনচেলত্তি, যার ঝুলিতে আছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে অসংখ্য শিরোপা।
বিশ্ব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী দল হলেও, ব্রাজিল কখনও বিদেশি কোচের দ্বারস্থ হয়নি। সেই পথচলায় এবার নতুন মোড় আনলো তারা। ফুটবলে সাম্প্রতিক সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় এমন এক কোচের প্রয়োজন ছিল, যিনি অভিজ্ঞতা, সাফল্য আর আভিজাত্যের প্রতীক। আনচেলত্তির নাম তাই এসেছে একেবারেই সময়োপযোগীভাবে।
সিবিএফ এর বিবৃতিতে আরও বলা হয়, ‘মি. আনচেলত্তিকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি এবং তাঁর নেতৃত্বে এক নতুন সাফল্যময় যুগের প্রত্যাশায় রয়েছি।’
লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুম শেষ করেই ব্রাজিল দলে যোগ দেবেন তিনি, যেখান থেকে শুরু হবে ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ার যাত্রা।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে এক সাহসী সিদ্ধান্ত— এখন দেখার পালা, আনচেলত্তির হাত ধরে কি সেলেসাও ঘুচাতে পারে দীর্ঘ ২২ বছরের বিশ্বকাপ খরা?
আরও পড়ুন: