রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

শেষ ওভারের থ্রিলার জয়ে প্লে-অফে এক পা বেঙ্গালুরুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে, ২০২৫ ১০:৪২

শেয়ার

শেষ ওভারের থ্রিলার জয়ে প্লে-অফে এক পা বেঙ্গালুরুর
কোলাজ: বাংলা এডিশন

সহজ ক্যাচ হাতছাড়া, শেষ মুহূর্তে সেঞ্চুরি বঞ্চিত আয়ুশ মহাত্রে ও শেষ ওভারে নো বলে ছয় মিলিয়ে দুর্দান্ত এক থ্রিলার ম্যাচ ‍উপহার দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। যেখানে শেষ পর্যন্ত বেঙ্গালুরুই শেষ হাসি হেসেছে। শেষ বলের এই রোমাঞ্চকর জয়ে যশ দয়ালের যেমন অবদান ছিল, তেমনি প্রথম ইনিংসে তাদের বড় পুঁজি পেতে ভূমিকা রাখে বিরাট কোহলি ও রোমারিও শেফার্ডদের ব্যাটিং তাণ্ডব।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান তোলে। তাদের পক্ষে কোহলি সর্বোচ্চ ৬৩, জ্যাকব বেথেল ৫৫ এবং শেফার্ড ৫৩ করেন। লক্ষ্য তাড়ায় তরুণ ওপেনার মহাত্রের ৯৪ এবং রবীন্দ্র জাদেজার ৭৭ রানে প্রায় জয়ের দ্বারপ্রান্তেই ছিলো চেন্নাই। তবে আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা দলটির ইনিংস ২১১ রানে থামে। ফলে হার মানতে হয় ২ রানে।

লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরুই করেছিল চেন্নাই। যদিও শায়েক রশিদ ঠিক সঙ্গ দিতে পারেননি আয়ুশ মহাত্রেকে। রশিদ ১৪ এবং তার পরই ৫ রানে আউট স্যাম কারান। সেখান থেকে ঘুরে দাড়িয়ে ১১৪ রানের জুটি গড়েন মহাত্রে ও জাদেজা। সহজ ক্যাচ হাতছাড়া হওয়ায় দ্বিতীয় জীবন পেলেও অবশ্য মহাত্রে প্রথম আইপিএল সেঞ্চুরিটি পাননি। তিনি ৪৮ বলের ইনিংস সাজান ৯টি চার ও ৫ ছক্কায়। শেষ পর্যন্ত অপরাজেয় লড়াই চালানো জাদেজার ব্যাটে আসে ৭৭ রান। ৪৫ বলে তিনি ৮টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন।

শেষ ওভারে জিততে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ১৫ রান। দারুণ দুটি লো ফুলটসে ২ রান দিয়ে তৃতীয় বলেই মহেন্দ্র সিং ধোনিকে ফেরান দয়াল। বেঙ্গালুরুর হার প্রায় নিশ্চিত হয়ে পড়েছিল তখন। তবে সেই সমীকরণ পাল্টাতে সময় লাগেনি। পরের ডেলিভারিতেই হাই-নো বলে ছয় হাঁকান শিভাম দুবে। তবে ফ্রি-হিট কাজে লাগাতে পারেননি। কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ দুই বলে ২টি সিঙ্গেলের বেশি দেননি দয়াল।

এর আগে ১৮তম ওভারে মাত্র ৬ রান দিয়ে চেন্নাইকে প্রথম দফায় হারান লেগস্পিনার সুয়াশ শর্মা। শেষ পর্যন্ত আইপিএলের সফল দলটিও হারে ২ রানের ব্যবধানে। বেঙ্গালুরুর পক্ষে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আবারও আইপিএলের শীর্ষে উঠলো বেঙ্গালুরু।

banner close
banner close