রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

সাভারে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ৪ মে, ২০২৫ ১০:০৭

আপডেট: ৪ মে, ২০২৫ ১০:১৪

শেয়ার

সাভারে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ। ছবি: বাংলা এডিশন

সাভারে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর জামসিং প্রিমিয়ার লীগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

শনিবার (৩ মে) বিকেলে সাভার পৌরসভার উত্তর জামসিং এলাকায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরুষ্কার তুলে দেন সাভার পৌরসভা মেয়র প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।

জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের প্রাক্তন প্রভাষক হাজ্বী শেখ মোঃ আওলাদ হোসেন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, বিসিএসআইআর কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সেক্রেটারী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জামসিং কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজ্বী মোঃ ছানোয়ার হোসেন, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, সাভার পৌর বিএনপি নেতা মোঃ খান মজলিশ বাবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুজ্জামান বাচ্

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাভার ফ্রেন্ডস সোস্যাল ক্লাবের সভাপতি শামীম হোসেন।

এছাড়াও আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদুর রহমান মুরাদ, মোঃ জীবন হাওলাদার, বরকত উল্লাহ, মোস্তাফিজুর রহমান, নয়ন হোসেন, আল-আমিন ও ইমরান শিকদারসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

banner close
banner close