রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

শ্রীলঙ্কাকে ১৪৬ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৫ ১৯:৫৮

শেয়ার

শ্রীলঙ্কাকে ১৪৬ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে বেশ দাপুটে পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুব টাইগাররা চতুর্থ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে রেকর্ড সংগ্রহ গড়ে। বড় রানের চাপেই যেনো শেষ হয়ে গেছে লঙ্কানরা। ১৪৬ রানের বড় জয়ে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতে ধাক্কা খায় লঙ্কানরা। ৬ রানের মধ্যেই হারায় ২ উইকেট। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি তারা।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। ব্যাটারদের এমন আসা-যাওয়ার মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল ভিমাথ দিনসারা। লঙ্কান অধিনায়ক ব্যক্তিগত ফিফটির দেখা পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৭২ বলে ৬৬ রান। তবে এই ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে।

বাংলাদেশের ৪১ রানে ৩ উইকেট পেয়ে সেরা বলার আল ফাহাদ। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন সানজিদ মজুমদার ও আজিজুল হাকিম তামিম।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল সফরকারী বাংলাদেশ। কালাম সিদ্দিকীর ১৯ রানের বিদায়ে ৪৯ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে ২৩ রানে ফিরতে হয় দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়ে। তৃতীয় উইকেটে জাওয়াদ আর রিজানের জুটি আর পেছনে তাকাতে দেয়নি বাংলাদেশকে। দু’জন মিলে স্কোরবোর্ডে ১৩৫ রান যোগ করেন। বাংলাদেশের বড় পুঁজির ভিতটাও গড়েন এই দুজন।

১১৫ বলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১১৩ রান করেছেন জাওয়াদ। ৭৭ বলে রিজান ৮২ রানের ইনিংসটি সাজান ৫টি চার ও ৩ ছক্কায়। এরপর আর বড় জুটি না হলেও কয়েকটি ক্যামিও বিদেশের মাটিতে যুব টাইগারদের সর্বোচ্চ পুঁজি এনে দেয়। আবদুল্লাহ ২৭ বলে ৩২, দেবাশীষ দেবা ১১ বলে ১৯ এবং আল ফাহাদ ৫ বলে ১৯ রানের ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাসিথ নিমসারা। এ ছাড়া থারুসা নাভদ্য ২ এবং সানুজা নিন্দুওয়ারা এক উইকেট নিয়েছেন।

 

banner close
banner close