রবিবার

৪ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

আম্পায়ারের ওপর শুবমান গিল এত খেপলেন কেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৫ ১১:১৪

শেয়ার

আম্পায়ারের ওপর শুবমান গিল এত খেপলেন কেন
চতুর্থ আম্পায়ারের সঙ্গে মেজাজ হারিয়ে কথা বলেন শুবমাগ গিল।

ম্যাচটা গুজরাট টাইটানস সহজেই জিতেছে। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে ৩৮ রানে। ব্যাট হাতে রান পেয়েছেন শুবমান গিল নিজেও। টানা তৃতীয় ফিফটি করার পথে খেলেছেন ৩৮ বলে ৭৬ রানের ইনিংস।

তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গিল গতকাল নিজেকে জড়িয়েছেন বিতর্কিত ঘটনায়। মেজাজ হারিয়ে তর্ক করেছেন আম্পায়ারের সঙ্গে, তা–ও একবার নয়, দুবার। গিলের এমন ক্ষিপ্ত হয়ে যাওয়ার ঘটনার দিনে ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ তালিকায় ১০ দলের মধ্যে তলানিতে নেমে গেছে গুজরাট।

২৫ বছর বয়সী ভারতীয় ওপেনার প্রথমবার মেজাজ হারান নিজের আউটের পর। হার্শাল প্যাটেলের থ্রোতে উইকেটকিপার হাইনরিখ ক্লাসেনের হাতে রানআউট হন তিনি। রিপ্লেতে অবশ্য স্পষ্ট বোঝা যাচ্ছিল না স্টাম্পের বেল কি বল লেগে পড়েছে, না ক্লাসেনের গ্লাভস লেগে পড়েছে। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার পর উঠে যাওয়ার সময় এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন গিল। বাউন্ডারি পেরিয়ে ডাগআউটে যাওয়ার সময় চতুর্থ রেফারি অভিজিৎ ভট্টাচার্যের কাছে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

দ্বিতীয় ঘটনা গুজরাটের ফিল্ডিংয়ের সময়। হায়দরাবাদের ইনিংসের ১৪তম ওভারে অভিষেক শর্মার বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করে গুজরাট। আম্পায়ার সাড়া দেননি। গুজরাট রিভিউ নিলে দেখা যায়, ইমপ্যাক্ট আম্পায়ার্স কল। নটআউটের সিদ্ধান্ত বহাল হলে আবার খেপে যান গিল। আম্পায়ারের কাছে গিয়ে কী কী যেন বলতে থাকেন।

আম্পায়ার তাঁর সঙ্গে কথা শেষ করে যতই জায়গা থেকে সরে যাচ্ছিলেন, গিল তাঁর সঙ্গে লেগে থেকে কথা বলেই যাচ্ছিলেন। একপর্যায়ে ব্যাটসম্যান অভিষেক এসে গিলকে থামতে বলেন। যদিও সঙ্গে সঙ্গে থামেননি, বেশ সময় নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাঁকে।

গুজরাটের একপক্ষীয় জয়ের ম্যাচে অধিনায়ক গিলের এমন আচরণ চোখে লেগেছে সবারই। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ নিয়ে তাঁকে জিজ্ঞেসও করা হয়। খুব গুরুতর কিছু ঘটেনি বোঝাতে গিয়ে গিল বলেন, ‘আমার আর আম্পায়ারের মধ্যে সামান্য কথোপকথন হয়েছে। আসলে কখনো কখনো আবেগ সামলানো যায় না। যখন আপনি ১১০ ভাগ চেষ্টা করবেন, তখন কিছু আবেগ চলে আসবেই।’

আইপিএলে বিভিন্ন পুরস্কারের মধ্যে আছে ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড, যা নিয়ম মেনে চলা, প্রতিপক্ষ ও অফিশিয়ালসদের সম্মান করার মতো বিষয়গুলোর সঙ্গে জড়িত। ২০২৫ আইপিএলের ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড দৌড়ে গুজরাট এখন ১০ দলের মধ্যে সবার শেষে।

গত দুই মৌসুম সেরা পাঁচের মধ্যে থাকা দলটি এবার ১০ ম্যাচে নিতে পেরেছে গড়ে ৮.৮ পয়েন্ট, যা ৯ নম্বরে থাকা লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের (৯.৪) চেয়ে বেশ পেছনে। ১০.৪ গড় পয়েন্ট নিয়ে সবার ওপরে পাঞ্জাব কিংস।

banner close
banner close