শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

নতুন প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা শিখর ধাওয়ানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৫ ১০:৪৪

শেয়ার

নতুন প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা শিখর ধাওয়ানের
ছবি: সংগৃহীত

গুঞ্জনটা চলছিল গত মার্চে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে। সেই সময় সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে স্টেডিয়ামের গ্যালারিতে এক নারীর সঙ্গে দেখা যায়। পরে জানা যায় তিনি আয়ারল্যান্ডের নাগরিক সোফি শাইন।

কিন্তু হঠাৎ করেই ধাওয়ান-সোফি একসঙ্গে সামনে আসায় নতুন সম্পর্কের জল্পনা চলতে থাকে। ধাওয়ান নিজেও এক বার্তায় ইঙ্গিতটা দিয়েছিলেন। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণাটাও।

ভারতীয় গণমাধ্যমে বেশ কিছুদিন ধরেই বলা হচ্ছিল, এক বিদেশিনীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সাবেক এই ভারতীয় ওপেনার। পরে নতুন এই প্রেমের গল্প নিয়ে এক অনুষ্ঠানে নিজেই কথা বলতে গিয়েও মুখে লাগাম দেন। নতুন প্রেমিকার নাম কি, এমন প্রশ্নের জবাবে ধাওয়ান প্রথমে একটু দ্বিধা করেছিলেন। পরে অবশ্য হাসতে হাসতে বলেছেন, ‘আমি কোনো নাম বলবো না। তবে এই ঘরে উপস্থিত সবচেয়ে সুন্দরী মেয়েটিই আমার গার্লফ্রেন্ড।’ ধাওয়ানের সেই মন্তব্যের ভিডিও সেই সময় ভাইরাল হয়েছিল। একইসঙ্গে মোটামুটি সোফির সঙ্গে যে তার কিছু একটা চলছে তা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলেন অনেকেই। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সোফির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ধাওয়ান। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভালবাসা।’ সঙ্গে হৃদয়ের একটি ইমোজিও দিয়েছেন তিনি।

সোফি আয়ারল্যান্ডের নাগরিক। আমেরিকান একটি প্রতিষ্ঠানে তিনি কনসালট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। সেই প্রতিষ্ঠানের অফিস রয়েছে আরব আমিরাতের দুবাইয়ে। সোফি সেখানেই থাকেন এবং দুবাইয়েই ধাওয়ানের সঙ্গে তার পরিচয় হয়।

banner close
banner close