শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

বিশ্বরেকর্ড গড়ে জয়ের পর ১১৭ রানে অলআউট রাজস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৫ ০৯:৫৭

শেয়ার

বিশ্বরেকর্ড গড়ে জয়ের পর ১১৭ রানে অলআউট রাজস্থান
কোলাজ: বাংলা এডিশন

আগের ম্যাচে সবচেয়ে কম বল খেলে ২০০রানের বেশি লক্ষ্য তাড়া করে বিশ্বরেকর্ড গড়েছিল রাজস্থান রয়্যালস। সেই দলটাই কিনা পরের ম্যাচে স্রেফ ১১৭ রানে অলআউট হয়ে গেলো।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধানে হেরে চলমান আইপিএল থেকেও ছিটকে গেলো প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান। চেন্নাই সুপার কিংসের পর তারা দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাটিংয়ে নামে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। দুর্দান্ত ওপেনিং জুটিতে তাদের শুরুটাও ভালো হয়েছিল। রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে সাবেক অধিনায়ক রোহিত শর্মা ওপেনিং জুটি গড়েন ১১৬ রানের।

দু’জনই ব্যক্তিগত ফিফটি করেছেন। এরপর সমান ২০৮ স্ট্রাইকরেটে ৪৮ রানের ইনিংস খেলেছেন পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। যাতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১৭ রান তোলে মুম্বাই।  

সেই লক্ষ্য তাড়ায় শুরুটাই গড়বড়ে ছিল স্বাগতিক রাজস্থানের। বিশ্বরেকর্ড গড়ে তারা আগের ম্যাচে ২১১ রানের লক্ষ্য পেরিয়েছিল দুই ওপেনারের বদৌলতে। এর মধ্যে বিশ্বরেকর্ড গড়ে সেঞ্চুরি করেন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। তাকে দিয়েই মুম্বাইয়ের বিপক্ষে রাজস্থানের বিপর্যয়ের শুরু।

দলীয় ১ রানেই ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই দীপক চাহারের বলে আউট বাঁ-হাতি এই ওপেনার। গত ইনিংসের জন্য প্রশংসায় ভাসতে থাকা এই ব্যাটার মুদ্রার সম্পূর্ণ উল্টো পিঠ দেখতে সময় নেননি।

টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিক যশস্বী জয়সওয়ালও ঝড়ের ইঙ্গিত দিয়ে বোল্ড হয়ে যান ট্রেন্ট বোল্টের বলে। ৬ বলে করেন ১৩ রান। এভাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা রাজস্থান ১৬ দশমিক ১ ওভারেই ১১৭ রানে অলআউট হয়ে যায়।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটা খেলেছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। এ ছাড়া অধিনায়ক রিয়ান পরাগ ১৬ ও শুভাম দুবে ১১ রান করেন। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন বোল্ট ও কার্ন শর্মা। জাসপ্রিত বুমরাহ নেন ২ উইকেট।

 

banner close
banner close