
পাকিস্তান ক্রিকেট নিয়ে সব ইস্যুতেই কম-বেশি কথা বলেন ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনুসরা। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার পরও বাবর আজমদের নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক এই ক্রিকেটাররা। এবার আকরাম-ইউনুসসহ নব্বইয়ের দশকের পাকিস্তানের ক্রিকেটারদের এক হাত নিলেন আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
জিও নিউজে রশিদ বলেছেন, ‘পাকিস্তানকে ১৯৯২–এর পর আরেকটি বিশ্বকাপ জিততে ১৭ বছর লেগেছে। কারণ নব্বইয়ের দশকের খেলোয়াড়েরা পাকিস্তান ক্রিকেটের যাতা অবস্থা করেছে।’
ইউনুসদের পাকিস্তান ক্রিকেট থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন রশিদ লতিফ।
তিনি বলেন, ‘নব্বইয়ের দশকের খেলোয়াড়দের দল এবং ম্যানেজমেন্ট থেকে দূরে রাখুন, তাহলেই তারা জিততে পারবে। তারা তো অনেক দিন ধরে পাকিস্তান ক্রিকেটে কাজ করছে, তাই আমি মনে করি, এখন তাদের বিশ্রাম নেয়া উচিত।’
টাকার জন্য সবকিছু করতে পারে আকরাম-ওয়াকাররা, এমনটাই দাবি রশিদের।
তিনি বলেন, ‘দুবাইয়ের ছেলেরা একেবারে শোরগোল ফেলে দিয়েছে। এখন তারা একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে আর নিজেরা খুশি থাকছে। অথচ তারা তাদের পুরো ক্যারিয়ারজুড়ে একে অন্যের সঙ্গে লড়াই করেছে, আমাদের আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। অদ্ভুত মানুষ এরা। তাদের সামনে টাকা ফেলুন, তারা সবকিছু করতে রাজি।’
আরও পড়ুন: