শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৩৯

শেয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক শহীদি। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সবশেষ ২০০৯ সালে শিরোপা ঘরে তুলেছে। ১৫ বছরের শিরোপার অবসান এবার চায় স্মিথের দল। কামিন্স, হ্যাজেলউড, স্টার্ককে ছাড়া খেলছে অস্ট্রেলিয়া। তাদের শূন্যতা পূরণে ভূমিকা রাখতে হবে ব্যাটসম্যানদের।

সবশেষ টি-২০ বিশ্বকাপে কিংসটাউনে আফগানদের কাছে অজিরা হারলেও, এখন পর্যন্ত চার ওয়ানডের সবকটিতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আফগানিস্তান।

banner close
banner close